স্মৃতির পাতায় মা

চোখরে বলি অশ্রু লুকাও-
তোমার রাঙা তন্তু দেখে বিহ্বল হয় রক্তসাথীরা।
আক্ষেপের হাসি হেসে চোখ বলে-
মনের কান্না থামাতে না পেরে,
দায় চাপানোর স্বভাব বদলাও।

মনরে বলি শ্রান্তি ছাড়াও-
তোমার ভাঙা ফল্গু মেখে ম্রিয়মাণ হয় পঞ্চজ্ঞানীরা।
নিষ্প্রভের কাশি কেশে মন বলে-
আমার প্রতি হামলে না পড়ে,
মাকে হারানোর অভাব সামলাও।

চোখ-মন আজ নিজ নিজ ভাঁজে,
আকাশ সমেত প্রহসন সেজে;
খোঁচায় স্মৃতির পাতা।

মন্তব্য