এই বরষে রোজ হরষে
নেইকো যাদের ঘর,
তাদের তরে আমার মনে
বইছে প্রবল ঝড়।
হীম পবনের শীতল পরশ
বুলায় যখন নাকে,
ঈদ মানসে হৃদয় দোলে
ঘ্রাণ বিলোতে ডাকে।
যখন প্রেমের হাতছানি পাই
উথাল পাথাল বুকে,
তখন আমি নয়ন নিভাই
পরম নরম সুখে।
এই বরষে রোজ হরষে
নেইকো যাদের ঘর,
তাদের তরে আমার মনে
বইছে প্রবল ঝড়।
হীম পবনের শীতল পরশ
বুলায় যখন নাকে,
ঈদ মানসে হৃদয় দোলে
ঘ্রাণ বিলোতে ডাকে।
যখন প্রেমের হাতছানি পাই
উথাল পাথাল বুকে,
তখন আমি নয়ন নিভাই
পরম নরম সুখে।
মন্তব্য