মহা সত্যের দিকে

গোলাপ ফুল

একটি স্বচ্ছ গোলাপ যদি
কাউকে উপহার দিতে চাই,
যদি তাতে হৃদয় নিংড়ানো
ভালোবাসা মিশ্রিত থাকে!
তা-ও কি কেউ ফেলে দিতে পারে?

সে গোলাপে তো পবিত্র-উষ্ণ ছোঁয়া ছাড়া
অন্য কোন মোহ-মায়ার প্রচ্ছন্নতা ছিলো না।

স্রষ্টার পবিত্র বাণীর আচ্ছন্নতাকে ঘিরে
এক নতুন বলয় সৃষ্টির প্রচেষ্টা
আমাকে প্রলুব্ধ করেছিলো।

তবে কেন এ প্রত্যাখ্যান?

মোলায়েম স্বরের আওয়াজ তুলে
বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই-
‘ফিরে যেতে হবে সেই মহা সত্যের দিকে
নিশ্চয়ই একদিন।
এসো একসাথে ফিরি।’

মন্তব্য